@dini_kathan Profile picture

Dini Kathan

@dini_kathan

আল্লাহ ও রাসূলুল্লাহ (সাঃ) এর বাণী পৌছে যাক সবার কাছে।

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ. তোমাদের কেউ জুমআর সালাতে আসলে (তার আগে) সে যেন গোসল করে। সহীহ বুখারী ৮৭৭


আবূ হুরায়রাহ্ রা. থেকে বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তা-ই বলে বেড়ায়। সহীহ মুসলিম ৫


আমার যে বান্দাগণ ঈমান এনেছে তাদেরকে বল, যেন নামায কায়েম করে। আমি তাদেরকে যে রিযক দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে (সৎকাজে) ব্যয় করে (এবং এ কাজ) সেই দিন আসার আগে-আগেই (করে), যে দিন কোন বেচনাকেনা থাকবে না এবং কোন বন্ধুত্বও কাজে আসবে না। সূরা ইব্রাহিম ৩১


আবূ সাঈদ আল-খুদরী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, إِذَا خَرَجَ ثَلاَثَةٌ فِى سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ যখন তিন ব্যক্তি কোথাও সফরে বের হয়, তখন তারা তাদের একজনকে যেন আমীর (নেতা) মনোনীত করে নেয়। আবু দাউদ ২৬০৮


This account does not have any followers
United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.